
শেখ এরশাদ,কলকাতা : যাদবপুর বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের প্রথম বর্ষের ছাত্রের অস্বাভাবিক মৃত্যুর ঘটনায় তোলপাড় বাংলা। পড়ুয়া মৃত্যুর ঘটনায় সামনে এসেছে র্যাগিংয়ের অভিযোগ। যাদবপুর বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের ভূমিকা নিয়েও উঠেছে প্রশ্ন। ক্যাম্পাসের ভিতরে সমস্ত ধরনের নেশা ও মাদকজাত দ্রব্য নিষিদ্ধ করতে গেট গুলিতে নারকোটিক্স ডিটেক্টর ও অ্যালকোহল ডিটেক্টর বসানোর ভাবনা যাদবপুর বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ এর, সোমবার সংবাদমাধ্যমের সামনে এমনটাই জানান যাদবপুর বিশ্ববিদ্যালয়ের অন্তর্বর্তী উপাচার্য বুদ্ধদেব সাউ।
এর পাশাপাশি যাদবপুরে অ্যান্টি র্যাগিং স্কোয়াড এর সদস্য সংখ্যাও বাড়ানো হয়েছে বলে জানান উপাচার্য।
এর পাশাপাশি তিনি সংবাদ মাধ্যমের সামনে যাদবপুর বিশ্ববিদ্যালয়ের অন্তর্বর্তী উপাচার্য বুদ্ধদেব সাউ জানান, আজ অর্থাৎ সোমবার থেকেই বিশ্ববিদ্যালয় চত্বরে সিসিটিভি লাগানো শুরু হবে। প্রাক্তন সেনাদের দিয়ে বিশ্ববিদ্যালয়ের ১০ টি গুরুত্বপূর্ণ জায়গায় নিরাপত্তা নিয়ন্ত্রণের ব্যবস্থা নেওয়ার ভাবনাও নিয়েছে কর্তৃপক্ষ। তিনি আরও জানান,ইউজিসি যাদবপুর বিশ্ববিদ্যালয়ের নিরাপত্তা সুনিশ্চিত করতে পদক্ষেপ নিতে বলেছিল, সেই অনুযায়ী বিভিন্ন ব্যবস্থা গ্রহণ করছে বিশ্ববিদ্যালয়।