
শেখ এরশাদ, কলকাতা : রাত পোহালেই ভোটের ফলাফল ঘোষণা. তার আগেই উঠল চাঞ্চল্যকর অভিযোগ. শ্লীলতাহানির অভিযোগে আটক কেন্দ্রীয় বাহিনীর এক জওয়ান।
যেই জওয়ানের ওপর সাধারণ মানুষের নিরাপত্তার দায়িত্ব রয়েছে, সেই জওয়ানের বিরুদ্ধেই উঠল এমন মারাত্মক অভিযোগ.
অভিযোগ, রাতে ভোটের কাজ সেরে ফেরার পথে এক মহিলার সঙ্গে অভব্য আচরণ করেন ওই জওয়ান. ইতিমধ্যেই অভিযুক্ত জওয়ানকে আটক করেছে চিৎপুর থানার পুলিশ। পুলিশ সূত্রে খবর, রবিবার রাত আড়াইটে নাগাদ ভোটের কাজ সেরে বারুইপুর থেকে ফিরছিলেন জওয়ান। মত্ত অবস্থায় বিটি রোডের পাইকপাড়া এলাকায় এক মহিলার বাড়িতে ঢুকে পড়েন তিনি। মহিলার দাবি, বাড়িতে ঢুকে তাঁর শ্লীলতাহানির চেষ্টা করেন ওই জওয়ান। জওয়ানের ওই কাণ্ডে চিৎকার করতে শুরু করেন ওই মহিলা। সঙ্গে সঙ্গে স্থানীয়েরা ঘটনাস্থলে পৌঁছে পুলিশকে খবর দেন। খবর পেয়ে সেখানে পৌঁছে যায় চিৎপুর থানার পুলিশ। এরপর স্থানীয়েরা ওই জওয়ানের বিরুদ্ধে থানায় অভিযোগ দায়ের করেন। সেই অভিযোগের ভিত্তিতে জওয়ানকে আটক করেছে পুলিশ।