
শুভম কর্মকার,বাঁকুড়া:দলে একনায়কতন্ত্র চলছে,কর্মী ও সমর্থকদের কথা শোনা হচ্ছেনা এই অভিযোগে কেন্দ্রীয় মন্ত্রী সুভাষ সরকারকে তালাবন্দী করে বিক্ষোভ বিজেপি কর্মী ও সমর্থকদের।ব্যাপক উত্তেজনা বাঁকুড়ার বিজেপি জেলা কার্যালয়ে। মঙ্গলবার বাঁকুড়া সাংগঠনিক জেলা বিজেপি কার্য্যালয়ে আসেন কেন্দ্রীয় মন্ত্রীকে সুভাষ সরকার,তিনি অফিসে আসার সঙ্গে সঙ্গে , মন্ত্রীর বিরুদ্ধে শ্লোগান তুলে বিক্ষোভে ফেটে পড়েন দলের কর্মীদের একটা অংশ।এবং তাকে তালাবন্দি করে রাখা হয়। । বিক্ষুব্ধ কর্মীদের অভিযোগ জেলায় এক নায়ক তন্ত্র চলছে। কর্মী ও সমর্থকদের কথা শোনা হচ্ছেনা,এর ফলে দলেরই ক্ষতি হচ্ছে । সেই কারণেই মন্ত্রীকে তালা দিয়ে বিক্ষোভ দেখাচ্ছেন তারা।পরে বিজেপি জেলা সভাপতি কার্য্যালয়ে এলে তাকে ঘিরেও চলে প্রবল বিক্ষোভ। হাতাহাতি তে জড়িয়ে পড়েন বিজেপি কর্মীরা।ব্যাপক উত্তেজনা এলাকায়