
স্পোর্টস ডেস্ক : কলকাতা লিগে প্রথম ডিভিশনে গড়াপেটা হয়েছে বললেন তৃণমূল বিধায়ক মদন মিত্র। মদন মিত্রর বেলঘরিয়া অ্যাথলেটিক ক্লাব প্রথম ডিভিশনে খেলে। কিন্তু তারা গড়াপেটার জন্যই পরের রাউন্ডে যেতে পারেনি বলে জানান মদন। এদিন মদন মিত্র জানালেন, আমরা ময়দানে গড়াপেটার শিকার। আইএফএ সব জানে তারা সব জেনেও চুপ।অনুশীলনী ক্লাব শেষ দু ম্যাচে ১৩ গোল দিয়ে চলে গিয়েছে পরের রাউন্ডে। মদনের বেলঘরিয়া অ্যাথলেটিকের বিরুদ্ধে দল নামায়নি মহামেডান এসি। আর তাতে গোল পার্থক্যে পিছিয়ে পড়ে মদন মিত্রর ক্লাব বেলঘরিয়া অ্যাথলেটিক।প্রথম ডিভিশন লিগে অনুশীলনী ক্লাবের ৯ ম্যাচে গোলপার্থক্য ছিল ৯। বেলঘরিয়ার ৯ ম্যাচে গোলপার্থক্য ছিল ১১। শেষ দুটি ম্যাচে সেইলকে ৭ এবং মহমেডান এসিকে ৬ গোল, অর্থাৎ এই দু-ম্যাচে ১৩ গোল দিয়েছে অনুশীলনী ক্লাব। মহমেডান এসি ৬ গোল খাওয়ার পর কোচ নাসিম আখতারকে সরিয়ে দেওয়া হয়। শোনা যাচ্ছে অনুশীলনী ক্লাবের সঙ্গে বাকি ক্লাব কর্তাদের খুব ভালো সম্পর্ক । সেই কারণে এমন জিনিস হল। যদিও আইএফএ সচিব অনির্বাণ দত্ত সব অভিযোগ অস্বীকার করেছে। অতীতেও লিগে গড়াপেটার অভিযোগ ওঠে।এদিকে কলকাতা লিগের আগামী বৃহস্পতিবার ডার্বি নৈহাটীতে হওয়ার কথা টানা ক্রীড়া সূচির জন্য ডার্বি খেলতে চাইছে না মোহনবাগান।