
সুনন্দা দত্ত,হুগলি:চন্দ্রযান ৩ এর সাফল্যের সাথে নাম জড়িয়ে গেল হুগলির। চন্দ্রযান ৩ এর নেভিগেশন বা ক্যামেরা সিস্টেমের মুখ্য ভূমিকায় রয়েছে উত্তরপাড়ার বাসিন্দা জয়ন্ত লাহা।গত নয় বছর ধরে ইসরোতে কর্মরত উত্তরপাড়া বি কে স্ট্রিটের বাসিন্দা জয়ন্ত লাহা। চন্দ্রযান ৩ এর সাফল্যের পরেই সারা দেশের সাথে খুশিতে মেতে উঠেছে উত্তরপাড়ার সাথে সম্পূর্ন হুগলি জেলার মানুষ।উত্তরপাড়া গভর্মেন্ট স্কুলের ছাত্র জয়ন্ত।এরপর শিবপুর কলেজ থেকে ইঞ্জিনিয়ারিং করে সে ।তারপর কানপুর থেকে আইআইটি করার পর ২০০৯ সালে ইসরোতে যোগ দেন উত্তরপাড়ার ছেলে জয়ন্ত লাহা।বাবা প্রশান্ত লাহা অবসর প্রাপ্ত কেন্দ্রীয় সরকারি কর্মচারী।আর মা চন্দনা লাহা গৃহবধূ।আজকের এই সাফল্যের কথা জানার পরেই উচ্ছাসে ভেসে যায় উত্তরপাড়ার মানুষ।জয়ন্ত লাহার বাড়িতে হাজির হন উত্তরপাড়ার পুরপ্রধান দিলীপ যাদব।জয়ন্ত লাহার বাবা ও মাকে শুভেচ্ছা জানান পুরপ্রধান।