
সুরজিৎ দাস, ওঙ্কার বাংলা: জমি নিয়ে বিবাদ। আর তার জেরে তিন বিঘা গমক্ষেতে বিষ দিয়ে ফসল নষ্ট করার অভিযোগ উঠলো। ঘটনাটি ঘটেছে নদীয়ার চাপড়া বিধানসভার বাঙালঝি এলাকায়। ইতিমধ্যে ক্ষতিগ্রস্ত কৃষক পুলিশের দ্বারস্থ হয়েছেন।
জানা গিয়েছে ক্ষতিগ্রস্ত কৃষকের নাম, ওয়াহিদুল হক মণ্ডল। তাঁর অভিযোগ, শনিবার সকালে তিনি তাঁর তিন বিঘা গমক্ষেত পরিদর্শনে যান। কিন্তু সেখানে গিয়ে দেখেন কে বা কারা তাঁর গমক্ষেতে রাসায়নিক প্রয়োগ করে নষ্ট করে দিয়েছে। গোটা তিন বিঘা জমির ফসল নষ্ট হয়ে যাওয়ায় মাথায় হাত ওই কৃষকের। তাঁর আরও অভিযোগ, সম্প্রতি এই চাষের জমি নিয়ে এলাকার কয়েকজন প্রভাবশালী ব্যক্তির সঙ্গে তাঁর বাকবিতণ্ডা হয়। এই ঘটনার পিছনে তাঁদের হাত রয়েছে বলে মনে করছেন ওয়াহিদুল হক।
বিষয়টি জানিয়ে ইতিমধ্যে চাপড়া থানায় অভিযোগ দায়ের করেছেন ওই কৃষক। অভিযোগ পেয়ে ইতিমধ্যে তদন্ত শুরু করেছে চাপড়া থানার পুলিশ। কৃষকের দাবি, আর্থিক ক্ষয়ক্ষতি করার জন্যই দুষ্কৃতীরা ষড়যন্ত্র করে এই কান্ড ঘটিয়েছে ।