
ওঙ্কার বাংলা ডেস্ক: রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশে তৃণমূল বিধায়কদের নিয়ে খোলা হল হোয়াটস্যাপ গ্রুপ। মূলত বিধায়কদের নিয়ন্ত্রণ করতে এই গ্রুপ খোলা হয়েছে। মঙ্গলবার থেকে আনুষ্ঠানিকভাবে নতুন হোয়াটস্যাপ গ্রুপের পথচলা শুরু হল। তৃণমূল সূত্রের খবর, নয়া হোয়াটস্যাপ গ্রুপের অ্যাডমিন করা হয়েছে রাজ্যের বিদ্যুৎ মন্ত্রী তথা তৃণমূল কংগ্রেসের গুরুত্বপূর্ণ নেতা অরূপ বিশ্বাসকে। সেই সঙ্গে গ্রুপের নাম রাখা হয়েছে ওয়েস্ট বেঙ্গল তৃণমূল কংগ্রেস লেজিসলেটিভ মেম্বারস।
প্রসঙ্গত সোমবার পরিষদীয় দলের বৈঠকে হোয়াটস্যাপ গ্রুপ খোলার নির্দেশ দেন তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়। বিধায়কদের নিয়ন্ত্রণে রাখতে এই গ্রুপ খোলার কথা জানান তিনি। মঙ্গলবার বিধানসভায় নিজের ঘর থেকে বিধায়কদের নতুন গ্রুপে যুক্ত করান অরূপ বিশ্বাস। জোড়াফুল শিবিরের বিধায়করা একে একে অরূপ বিশ্বাসের ঘরে গিয়ে নিজেদের নাম নথিভুক্ত করা। তবে বর্ষীয়াণ বিধায়করা না গিয়ে ফোনের মাধ্যমে যুক্ত হতে পারছেন। আগামী দিনে পরিষদীয় দলের যোগাযোগের ক্ষেত্রে এই গ্রুপ সেতু বন্ধনের কাজ করবে। দলনেত্রীর নির্দেশ বিধায়কদের কাছে পৌঁছানো বা বিধায়কদের কোনও সমস্যা তৃণমূল সুপ্রিমোর কাছে পৌঁছানো সহজ হবে এই গ্রুপের মাধ্যমে। বর্তমানে গ্রুপে সদস্য রয়েছে ২২৫ জন।