
নিজস্ব প্রতিনিধি, কলকাতা: চা-বলয়ের রাজনীতিতে এবার নয়া সমীকরণ। প্রাক্তন বিজেপি সাংসদ জন বার্লা মন্তব্যে এমনই ইঙ্গিত মিলেছে। সূত্রের খবর, আগামী ২৩ জানুয়ারি আলিপুরদুয়ারে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের ডাকে সরকারি অনুষ্ঠানে আমন্ত্রিত প্রাক্তন বিজেপি সাংসদ জন বার্লা।
ওই অনুষ্ঠানে তিনি উপস্থিত থাকবেন বলে ‘ওঙ্কার বাংলা’কে ফোনে জানিয়েছেন জন বার্লা । তিনি জানিয়েছেন, মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ডেকেছেন বলে তাঁর যোগদান করা উচিত। তিনি সঙ্গীদের নিয়ে যাবেন সেখানে।
জন বার্লা এও জানিয়েছেন, ডুয়ার্সের নানা দাবিদাওয়া আছে। হাসিমারা বিমানবন্দর নিয়ে কথা বলবেন তিনি। তাছাড়া মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের আমন্ত্রণ উপেক্ষা করাটা ঠিক নয়। প্রাক্তন বিজেপি সাংসদ জন বার্লার সৌজন্যমূলক এই অবস্থান বঙ্গ রাজনীতিতে বর্তমানে বিরল বলে অভিমত ওয়াকিবহাল মহলের।
ওয়াকিবহাল মহলের মতে, বর্তমানে শাসক এবং বিরোধী রাজনৈতিক দলগুলির নেতানেত্রীদের মধ্যে ব্যক্তিগত কুৎসা রটনা হচ্ছে। এই আবহে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের ডাকে জন বার্লা সাড়া দেওয়ার ঘটনা বেনজির হতে চলেছে।
এদিন জন বার্লা মমতা বন্দ্যোপাধ্যায়ের ডাকে সাড়া দেওয়া সম্পর্কে যে মন্তব্য করেছেন, এর জেরে জোর জল্পনা চলছে, তবে কি গেরুয়া শিবিরের সঙ্গে দূরত্ব বেড়ে যাওয়ার পর তৃণমূলে যোগ দেবেন জন বার্লা? এদিন এসম্পর্কে ওঙ্কার বাংলার প্রতিনিধিকে জন বার্লা বলেন, ‘দেখা যাক কী হয়। এখনই এবিষয়ে কিছু বলছি না। তবে মুখ্যমন্ত্রীর সভায় যাচ্ছি’।
স্ত্রীর চিকিৎসার জন্যে এখন দিল্লিতে আছেন জন বার্লা। কিডনির সমস্যা নিয়ে দিল্লি এইমসে ভর্তি রয়েছেন ওঁর স্ত্রী। বুধবার দিল্লি থেকে বাংলায় ফিরবেন জন বার্লা।
ভিডিও দেখুন-