
প্রশান্ত কুমার দাশ, ওঙ্কার বাংলা: বয়স মাত্র এক বছর দশ মাস। এই বয়সেই বিরল প্রতিভার অধিকারী মালদার সয়েন্দ্রী চট্টরাজ। দেবদেবী থেকে মনীষীদের ছবি দেখেই অনায়াসে বলে দিতে পারে তাদের নাম। প্রখর স্মৃতিশক্তির জেরে তার নাম উঠল ইন্ডিয়া বুক অফ রেকর্ডসে। আর ছোট্ট মেয়ের এমন সাফল্যে খুশি তার বাবা মা।
পুরাতন মালদা ব্লকের সাহাপুর অঞ্চলের বাগান পাড়া এলাকায় সয়েন্দ্রীর বাড়ি৷ বাবা সন্দীপন চট্টরাজ পেশায় প্রাইমারি স্কুল শিক্ষক৷ মা পায়েল ভাদুড়ী পেশায় সরকারি স্বাস্থ্যকর্মী। ছোট্ট সয়েন্দ্রী ইন্ডিয়া বুক অফ রেকর্ডসে নাম তুলবে তা কল্পনা করেননি তার ঠাকুমা সুতপা চট্টরাজ।
সম্প্রতি ইন্ডিয়া বুক অফ রেকর্ডসের তরফে দেশ জুড়ে ট্যালেন্ট সার্চ হয়েছিল৷ গত ২৫ শে অক্টোবর অনলাইনে সেই প্রতিযোগিতায় অংশ নিয়েছিল সয়েন্দ্রী ৷ প্রতিযোগিতায় তাকে সাত ধরনের প্রশ্ন করা হয়৷ তার মধ্যে ছিল বিভিন্ন দেশের রাজধানীর নাম, পশু পাখি এবং বিখ্যাত ব্যক্তিদের নাম। চলতি মাসে সন্দীপন বাবুকে ইন্ডিয়া বুক অফ রেকর্ডসের তরফে জানানো হয়, তাঁর মেয়ে প্রতিযোগিতায় সফল হয়েছে৷ ইতিমধ্যে পার্সেলের মাধ্যমে নিজের পুরস্কারও পেয়ে গিয়েছে ছোট্ট সয়েন্দ্রী। তার সাফল্যে উচ্ছ্বসিত প্রতিবেশীরাও।