
ওঙ্কার ডেস্ক:চিন্ময়কৃষ্ণ দাসের মুক্তির দাবিতে জলপাইগুড়ি হিন্দু জাগরন মঞ্চের তরফে মিছিল করে জেলা শাসকের কাছে ডেপূটেশন দিল হিন্দু জাগরণ মঞ্চ। গত ২৬ শে নভেম্বর বাংলাদেশে ইস্কনের সন্ন্যাসী চিন্ময় প্রভুকে গ্রেফতারের পর তার মুক্তির দাবিতে বাংলাদেশের পাশাপাশি উত্তপ্ত হয়ে ওঠে এপার বাংলা সহ ভারতের বিভিন্ন রাজ্যের মানুষ। সোমবার এই একই দাবিতে হিন্দু জাগরণ মঞ্চের জলপাইগুড়ি শাখার পক্ষ থেকে শহরের বাবু ঘাট থেকে এক প্রতিবাদ মিছিল করে জেলা শাসকের অফিস অবধি গিয়ে জেলা শাসকের কাছে একটি স্বারকলিপি জমা দেওয়া হয়। হিন্দু জাগরণ মঞ্চের পক্ষ থেকে জানানো হয়, “এই মিছিলের মাধ্যমে আমরা সরকারের কাছে প্রভু চিন্ময়কৃষ্ণ দাসকে মুক্তি দেবার দাবি জানাচ্ছি। আমরা আশা করি, তারা দ্রুত কার্যকর পদক্ষেপ নেবেন এবং ধর্মীয় সম্প্রীতি বজায় রাখার জন্য সঠিক ব্যবস্থা গ্রহণ করবেন।”
বাংলাদেশের ঘটনার প্রতিবাদের সারা ভারতে চলতে থাকা বিক্ষোভ ধরনার মধ্যে পুলিশি নিরাপত্তায় এদিন জলপাইগুড়ির এই শান্তিপূর্ণ মিছিল ধর্মীয় সহিষ্ণুতা ও একতার উজ্জ্বল উদাহরন হিসেবে নিদর্শন স্থাপন করেছে।