
শেখ এরশাদ, কলকাতা : চোপড়ায় নীতি পুলিশি ! এক মহিলা ও এক যুবককে প্রকাশ্যে মারধরের ঘটনায় সরব হয়েছে বিভিন্ন মহল. এই ঘটনার আঁচ এবার এসে পড়লো রাজ্য বিধানসভায়. কোচবিহার এবং চোপড়ার ঘটনা নিয়ে বিধানসভা চত্বরে ধরনায় বসেছে বিজেপি. ধর্নায় বসেছেন বিজেপি বিধায়ক অগ্নিমিত্রা পাল সহ অন্যান্য বিধায়করা. হাতে পোস্টার নিয়ে বিক্ষোভ দেখান তাঁরা. পোস্টারে লেখা, কোচবিহার সহ রাজ্যজুড়ে নারী নির্যাতনকারীদের কঠোর শাস্তি চাই.
এই নিয়ে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে তীব্র আক্রমণ শাণালেন অগ্নিমিত্রা পাল.