
ওঙ্কার ডেস্ক : চোপড়ায় যুগলকে মারধরের ঘটনায় নিন্দার ঝড় উঠেছে রাজ্যজুড়ে. অন্যদিকে, সামনে আসছে অভিযুক্ত চোপড়ার তৃণমূল কর্মী জেসিবি-র আরও কীর্তি. দিনের পর দিন আটকে যুগলকে মার. বিবাহ-বহির্ভূত সম্পর্কের অভিযোগে মার যুগলকে.
শুধু তাই নয়, মুক্তি পেতে আক্রান্তদের দিতে হতো মোটা টাকার মুক্তিপণ. এমনটাই অভিযোগ উঠছে. ৪ কাঠা জমি, ৩ লক্ষ টাকা দিয়ে ছাড় পান আক্রান্তরা- এমন ঘটনাও ঘটেছে.
চোপড়ার এই ঘটনায় তুঙ্গে রাজনৈতিক চাপানউতোর. শুধু রাজ্য নয়. এবার এই ঘটনার আঁচ গিয়ে পড়লো সংসদে. চলতি অধিবেশনে নিট-নেট কেলেঙ্কারি নিয়ে বিজেপি সরকারের বিরুদ্ধে শুরু থেকেই সরব হয়েছে বিরোধী জোট ইন্ডিয়া. এবার কি তবে চোপড়ার ঘটনাকে হাতিয়ার করে বিরোধী জোটকে চেপে ধরবে গেরুয়া ব্রিগেড? ইঙ্গিত তেমনই মিলছে. সোমবার সংসদে অধিবেশন শুরুর আগেই বিজেপির মন্ত্রী-সাংসদেরা চোপড়ার ঘটনা নিয়ে নিশানা করলেন তৃণমূল সরকারকে.