
বিক্রমাদিত্য বিশ্বাস, চোপড়া: ট্যাব কেলেঙ্কারি পর এবার স্কলারশিপ প্রতারণায় জড়ালো উত্তর দিনাজপুরের চোপড়ার নাম। স্কলারশিপের কয়েকশো কোটি টাকা প্রতারনার অভিযোগ উঠলো চোপড়া ব্লকের দাসপাড়া গ্রাম পঞ্চায়েতের এগজিকিউটিভ তাজামুল হকের বিরুদ্ধে। তাজামুলের বিরুদ্ধে পদক্ষেপ নেওয়ার জন্য ইতিমধ্যেই প্রশাসনকে চিঠি পাঠিয়েছে সিআইডি।
বিষয়টি স্বীকার করে নিয়েছেন দাসপাড়া গ্রাম পঞ্চায়েত প্রধান মনসুর আলি এবং উপপ্রধান জিল্লুর রহমান। দাসপাড়া গ্রাম পঞ্চায়েতের প্রধান মনসুর আলি এবং উপ প্রধান জিল্লুর রহমান জানান এই বিষয়ে চলতি সপ্তাহে বিডিও-র কাছে সিআইডির একটি চিঠি আসে। চোপড়ার বিডিও সমীর মণ্ডল সিআইডি’র চিঠির ভিত্তিতে যথাযথ ব্যবস্থা নেওয়ার আশ্বাস দিয়েছেন। উল্লেখ্য, ট্যাব কেলেঙ্কারিতে ইতিমধ্যেই হটস্পট হয়ে উঠেছে চোপড়া ব্লক। এবার স্কলারশিপ প্রতারণাতেও সিআইডির নথিতে গ্রাম পঞ্চায়েতের এগজিকিউটিভের নাম উঠে আসায় ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে রাজ্য জুড়ে।