
অমিত কুমার দাস,কলকাতা: হাইকোর্টে শুনানির দিন ধার্য হয়ে গিয়েছে, তাও সাইবার অপরাধের মামলায় গ্রেফতার করা হলো কুনাল গুপ্তা ও নন্দিনী গুপ্তাকে। ঘটনায় অসন্তোষ প্রকাশ করেছেন বিচারপতি জয় সেনগুপ্ত। মামলা চলাকালীন হাইকোর্ট থেকে গ্রেপ্তার করা হয় কুনাল ও নন্দিনী গুপ্তাকে। এ বিষয়ে বিচারপতির কাছে নালিশ করেছেন আইনজীবী। অন্যদিকে বিচারপতি জয় সেনগুপ্ত ঘটনার পরিপ্রেক্ষিতে তুলেছেন প্রশ্ন। কার নির্দেশে সিআইডি এই ঘটনা ঘটালো তা জানতে চেয়েছেন তিনি। ধৃতদের এবং যে আধিকারিকরা কুনাল ও নন্দিনী গুপ্তাকে গ্রেফতার করেছেন তাদের হাজির করার নির্দেশ দিয়েছেন বিচারপতি। প্রসঙ্গত ১১৭ কোটি টাকার সাইবার মামলায় এই দম্পতিকে ডেকেছিল ইডি। এ বিষয়ে আগে থেকেই তদন্ত জারি রেখেছে সিআইডি। এনিয়ে আদালতের দ্বারস্থও হন তারা। শুক্রবার শুনানির দিন ধার্য করা হয় তার মধ্যেই হাইকোর্ট থেকে এই দম্পতিকে আটক করলেন সিআইডি আধিকারিকরা।