
সুরজিৎ দাস, নদিয়াঃ ভারত – বাংলাদেশের উত্তপ্ত পরিস্থিতির মধ্যেই ভোটার কার্ড দুর্নীতি চক্রের ছবি প্রকাশ্যে। একই ব্যক্তির দুই দেশে ভোটার কার্ড থাকার প্রমাণ পুলিশের হাতে এসেছে। জানা গেছে নদীয়ার হাঁসখালি থানার বগুলা এলাকায়,একই পরিবারের দুই ভাইয়ের দুই দেশের নাগরিকত্ব রয়েছে। ওই দুই ভাই বর্তমানে বাংলাদেশের নাগরিক। নাম হেমন্ত সিংহ রায় ও জয়ন্ত সিংহ রায়। দুই দেশেই রয়েছে স্থাবর অস্থাবর সম্পত্তি। ভারত থেকে বাংলাদেশে যাতায়াতও রয়েছে দুজনের। ঘটনাটি জানাজানি হতেই উত্তেজনা ছড়িয়ে পড়ে এলাকা জুড়ে।
দুই ভাই ভোটার কার্ড,আধার কার্ড কীভাবে পেলেন? এমনকি দুজনের প্যান কার্ডও রয়েছে। স্বাভাবিক ভাবেই প্রশ্ন উঠছে কীভাবে তারা দুই দেশের নাগরিক হতে পারলেন। প্রশ্ন উঠছে প্রশাসনের ভুমিকা নিয়ে।