
নিজস্ব প্রতিনিধি, কলকাতা: আমি এখনও আছি,শেষ সিদ্ধান্ত আমি নেবো। দলের শৃঙ্খলা না মানলে কড়া ব্যবস্থা। সোমবার বিধানসভায় পরিষদীয় বৈঠকে বিধায়কদের কড়া বার্তা দিলেন তৃণমূল সুপ্রিমো মমতা বন্দোপাধ্যায়। দলের রাশ এখনও যে তার হাতে এদিন সেটা আর একবার স্পষ্ট করেন দলনেত্রী মমতা বন্দোপাধ্যায়।
গত সোমবার দলের জাতীয় কর্মসমিতির বৈঠক হয় কালিঘাটে। এই বৈঠকে দলে তিনটি শৃঙ্খলারক্ষা কমিটি তৈরি করে দিয়েছিলেন দল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।এই বৈঠকে নতুন কমিটিতে ফিরহাদ হাকিম, অরুপ বিশ্বাস,সুব্রত বক্সি,শোভনদেব চট্টোপাধ্যায়দের মতো
প্রবীন নেতাদের জায়গা দিয়ে একপ্রকার বার্তা দিয়েছিলেন দলনেত্রী মমতা বন্দোপাধ্যায়। শৃঙ্খলারক্ষা কমিটির পাশাপাশি একটি পরিষদীয় কমিটি করেন তিনি। সোমবার বিধানসভার বৈঠকে সেই পরিষদীয় কমিটিকে শৃঙ্খলা রক্ষার বিষয়টি আরও একবার মনে করিয়ে দিলেন মমতা। এক সপ্তাহ কাটতে না কাটতে সোমবার পরিষদীয় বৈঠকে ফের একবার মমতা বন্দোপাধ্যায় বুঝিয়ে দিলেন তিনি এখনও দলের শেষ কথা।সূত্রের খবর, বৈঠকে অশোকনগরের বিধায়ক নারায়ণ গোস্বামীকে নিজের সীমানা না ছাড়িয়ে যাবার পরামর্শ দেন মমতা বন্দোপাধ্যায়।
নারায়ণ গোস্বামীকে নিজের বিধানসভা এলাকায় কাজ করার নির্দেশ দিয়েছেন তিনি। নারায়ণ গোস্বামী দলে অভিষেক ঘনিষ্ট বলে পরিচিত। এই বৈঠকে বিধায়কদের হাজিরা নিও বার্তা দেন তিনি। হাজিরা কম হলো শোকজ করা হবে বলেও জানিয়েছেন তিনি।সূত্রের খবর, পাশাপাশি দ্রুত দলের ছাত্র যুব সংগঠন ঢেলে সাজাবেন বলেও জানিয়েছেন তৃণমূল সুপ্রিমো মমতা বন্দোপাধ্যায়।