
নিজেস্ব প্রতিনিধিঃ স্বাস্থ্য দফতরের দুই উচ্চপদে রদবদল করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সরানো হল ডিরেক্টর অফ মেডিকেল এডুকেশন কৌস্তভ নায়েক ও ডিরেক্টর অফ হেলথ সার্ভিস দেবাশিস হালদারকেও। নতুন ডিরেক্টর অফ মেডিকেল এডুকেশন হয়েছেন স্বপন সোরেন। তিনি যুগ্ম স্বাস্থ্য অধিকর্তা পদে ছিলেন। অন্যদিকে, দেবাশিস হালদারকে সরিয়ে ডাঃ সুপর্ণা দত্তকে ডিরেক্টর অফ হেলথ সার্ভিস পদে বসানও হল।
প্রসঙ্গত, আন্দোলনরত জুনিয়ার চিকিৎসকদের দাবি ছিল ডিএইচএস ও ডিএমই-র অপসারণ। সোমবার রাতে কালীঘাটের বৈঠকে জুনিয়র চিকিৎসকদের সেই দাবি মেনে নেন মুখ্যমন্ত্রী।