
সাহানা বসু:২০২৪ -এর ১ লা জানুয়ারি, ১৫৫ বছরে পা রাখে উত্তরের শহর জলপাইগুড়ি। আর ঐদিনই রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের কাছে ক্যুরিয়ার মারফৎ জলপাইগুড়ি রাজবাড়ির ছবি দেওয়া একটি বড় আকারের কেক পাঠান জলপাইগুড়ির যুব কংগ্রেস কর্মীরা। তবে এখানেই ক্ষান্ত হননি তারা। মুখ্যমন্ত্রীর কাছে রিটার্ন গিফটের দাবি করেছেন যুব কংগ্রেস কর্মীরা। রিটার্ন গিফট হিসেবে জলপাইগুড়ি পুরো সভাকে কর্পোরেশনে উন্নীত করার দাবি করেছেন যুব কংগ্রেসকর্মীরা। যুব কংগ্রেস কর্মীদের অভিযোগ, দীর্ঘদিন ধরে জলপাইগুড়ি পৌরসভা কে কর্পোরেশনে উন্নীত করার দাবি তুলে ধরলেও তাদের সেই দাবিতে কর্ণপাত করেননি কেউ।জলপাইগুড়ি পৌরসভা কে অবিলম্বে কর্পোরেশনে উন্নীত করার দাবি রেখে মুখ্যমন্ত্রীর কাছে কেক পাঠিয়ে রিটার্ন গিফটের দাবি করেছেন জলপাইগুড়ি জেলার যুব কংগ্রেস কর্মীরা।