
নিজস্ব প্রতিবেদক, ওঙ্কার বাংলা: পুলিশ ও প্রশাসনকে স্বচ্ছভাবে কাজ করতে হবে বলে কড়া নির্দেশ দিয়েছেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। নীচু তলার পুলিশ কর্মীদের একাংশ এবং বেশ কিছু দলীয় কর্মী বালি ও কয়লা পাচারে যুক্ত বলে ক্ষোভ প্রকাশ করেছিলেন তিনি। মুখ্যমন্ত্রীর সেই হুঁশিয়ারির পর দুর্গাপুরে গ্রেফতার হলেন প্রাক্তন কাউন্সিলরের স্বামী ও প্রাক্তন তৃণমূল নেতা। বৃহস্পতিবার রাতেই দুজনকে গ্রেফতার করে দুর্গাপুরের কোকওভেন থানার পুলিশ।
ধৃতদের বিরুদ্ধে লোহা চুরি ও বালি পাচারের অভিযোগ উঠেছে। যে দুজনকে গ্রেফতার করা হয়েছে তাদের নাম রিন্টু পাঁজা ও অরবিন্দ নন্দী। রিন্টু ৪২ নম্বর ওয়ার্ডের প্রাক্তন কাউন্সিলর প্রিয়াঙ্কি পাঁজার স্বামী। অরবিন্দ নন্দী তৃণমূলের ৩ নম্বর ব্লকের প্রাক্তন সাধারণ সম্পাদক। বৃহস্পতিবার রাতে দুজনকে গ্রেফতার করে তদন্তকারীরা। শুক্রবার সকালে ধৃত দুইজনকেই দুর্গাপুর থানায় নিয়ে যাওয়া হয়। সূত্রের খবর, জোড়াফুল শিবিরের দুই নেতাকে জেরা করতে পারে রাজ্য গোয়েন্দা সংস্থা সিআইডি। শুক্রবার ধৃত দুজনকে দুর্গাপুর মহকুমা আদালতে তোলা হয় বলে পুলিশ সূত্রে জানা গিয়েছে।
উল্লেখ্য বৃহস্পতিবার নবান্নে প্রশাসনিক বৈঠক থেকে কড়া বার্তা দেন মমতা বন্দ্যোপাধ্যায়। মুখ্যমন্ত্রীর সেই ধমকের পর দুর্গাপুর থানা সক্রিয় হয়ে তৃণমূলের দুই নেতাকে গ্রেফতার করে।