
বাবলু প্রামানিকঃ লোকসভা ভোটের আগে মঙ্গলবার জয়নগরে একগুচ্ছ সরকারি প্রকল্পের উদ্বোধন করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। মুখ্যমন্ত্রী বলেন ১২ হাজার কিলোমিটার গ্রামীন রাস্তা তৈরির জন্য ৪ হাজার কোটি টাকা বরাদ্দ করেছে তার সরকার। পাশাপাশি চলতি বছরের মধ্যে সবার ঘরে জল পৌঁছাবারও লক্ষমাত্রা বেধে দেন তিনি। উন্নয়ণের ফিরিস্তির পাশাপাশি অপরাধীদের ধরতেও পুলিশকে কড়া নির্দেশ দেন মুখ্যমন্ত্রী। বলেন বাংলা শান্তির জায়গা এখানে অশান্তির চেষ্টা বরদাস্ত করা হবে না। পাশাপাশি রাম মন্দির প্রসঙ্গে এদিন মমতা বন্দ্যোপাধ্যায় বলেন ইলেকশনের আগে একটা গিমিক করতে চাইছে বিজেপি। ধর্ম যার যার কিন্তু উৎসব সব্বার।
এদিন দুপুর সাড়ে ১২টা নাগাদ হেলিকপ্টারে করে সাগর থেকে জয়নগরে এসে পৌঁছান মুখ্যমন্ত্রী। তারপর প্রায় দেড় কিলোমিটার হেঁটেই পৌঁছান বহুড়া হাইস্কুল মাঠে। এদিন সভামঞ্চ থেকে কেন্দ্রীয় সরকারকেও এজেন্সির সরকার বলে কটাক্ষ করেন মুখ্যমন্ত্রী। বিলকিস বানু প্রসঙ্গে এদিন মুখ্যমন্ত্রী বলেন আমরা রেপিস্টদের প্রশ্রয় দিই না। মঙ্গলবার জয়নগরে একগুচ্ছ সরকারি প্রকল্পের উদ্বোধন করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। মঙ্গলবার মুখ্যমন্ত্রী জয়নগরে মোয়া তৈরির হাবের ঘোষণার পাশাপাশি সুন্দরবনের মধু জিআই ট্যাগ পেয়েছে বলে মধু চাষিদের অভিনন্দন জানান। এদিন প্রশাসনিক সভা থেকে নতুন ভোটারদের ভোটার লিস্টে নাম তুলতে বলেন মুখ্যমন্ত্রী।