
শেখ এরশাদ,কলকাতা : জাতির জনক মহাত্মা গান্ধীর জন্ম দিবসে এক অভিনব শ্রদ্ধা অনুষ্ঠানের আয়োজন প্রদেশ কংগ্রেসের শ্রমিক সংগঠনের। সোমবার সকালে মহাত্মা গান্ধীর জন্ম দিবস উপলক্ষে তাকে শ্রদ্ধা জানানো হয়। পাশাপাশি একটি অভিনব উদ্যোগও নেওয়া হয়। কলকাতায় ক্রমশ বেড়ে চলেছে ডেঙ্গির প্রকোপ।পাশাপাশি একের পর এক মানুষের মৃত্যু হচ্ছে ডেঙ্গিতে। এই ঘটনায় কলকাতা পুরসভা এবং রাজ্য সরকারকে কাঠগড়ায় দাঁড় করিয়েছে প্রদেশ কংগ্রেস। এদিন এক ব্যক্তিকে মহাত্মা গান্ধী রূপে সাজিয়ে ডেঙ্গু আক্রান্ত এলাকায় প্রচার অভিযান চালায় প্রদেশ কংগ্রেসের শ্রমিক সংগঠনের নেতা কর্মীরা।সংগঠনের সভাপতি প্রমোদ পান্ডে এদিন বলেন, ডেঙ্গুর প্রকোপ ক্রমশ বাড়ছে সে কারণেই আমাদের এই জন সচেতনতা কর্মসূচি।
সংগঠনের সভাপতি প্রমোদ পান্ডের নেতৃত্বে কংগ্রেসের শ্রমিক সংগঠনের নেতাকর্মীরা এদিন কলকাতার বিভিন্ন এলাকায় এই অভিনব কর্মসূচি পালন করেন।