
ওঙ্কার ডেস্ক : অধীর-জমানার শেষ. এবার নতুন প্রদেশ কংগ্রেস সভাপতি শুভঙ্কর সরকারের নেতৃত্বে এই প্রথম নির্বাচনের ময়দানে নামতে চলেছে কংগ্রেস. ১৩ নভেম্বর রাজ্যের ছ কেন্দ্রে উপনির্বাচন. এবার প্রার্থী তালিকা প্রকাশ্যে আনলো কংগ্রেস.
সিতাই বিধানসভায় কংগ্রেস প্রার্থী করেছে হরিহর রায় সিংহকে। মাদারিহাট বিধানসভা থকে কংগ্রেস প্রার্থী করা হয়েছে বিকাশ চম্প্রমারিকে। নৈহাটি বিধানসভায় টিকিট পেয়েছেন পরেশ নাথ সরকার। হাড়োয়া বিধানসভায় কংগ্রেস প্রার্থী করা হয়েছে হাবিব রেজা চৌধুরীকে। মেদিনীপুর বিধানসভা কংগ্রেসের টিকিট পেয়েছেন শ্যামল কুমার ঘোষ। এবং তালডাংরা বিধানসভায় কংগ্রেস প্রার্থী হয়েছেন তুষারকান্তি ষন্নিগ্রহী।
উল্লেখ্য, গত শনিবার ৬ কেন্দ্রে প্রার্থী ঘোষণা করেছিল বিজেপি. সময় না নষ্ট করে রবিবারই নিজেদের প্রার্থীতালিকা সামনে আনে শাসকদল তৃণমূল. পিছিয়ে নেই বামেরাও. আপাতত পাঁচ কেন্দ্রে প্রার্থী দিয়েছে তারা. বাকি হাড়োয়া বিধানসভা কেন্দ্র. আর এবার অবশেষে প্রার্থী দিলো হাত শিবির.
প্রসঙ্গত, গত লোকসভা নির্বাচনে বাংলায় একসঙ্গে লড়েছিলো বাম-কংগ্রেস. তাতেও খুব বেশি সুবিধা হয়নি কারোরই. ৪২ টি আসনের মধ্যে মাত্র একটি নিজেদের ঝুলিতে আনতে সক্ষম হয়েছিল কংগ্রেস. দাপুটে প্রচারের পরেও বামেদের ফিরতে হয়েছিল খালি হাতেই. আসন্ন উপনির্বাচনে আলাদা আলাদাভাবে লড়বে দুই বিরোধী দল.
সূত্রের খবর, এই সপ্তাহেই রাজ্যে চলে আসতে পারে ১০০ কোম্পানিরও বেশি কেন্দ্রীয় বাহিনী.
প্রস্তুতি খতিয়ে দেখতে বুধবার সংশ্লিষ্ট জেলা নির্বাচনী আধিকারিকদের সঙ্গে ভার্চুয়ালি বৈঠক করেন মুখ্য নির্বাচনী আধিকারিক।