
ওঙ্কার ডেস্ক : চতুর্থ দফায় অর্থাৎ ১৩ মে ভোট রয়েছে বহরমপুর লোকসভা কেন্দ্রে. হাতে আর বেশি সময় নেই. কোমর বেঁধে প্রচার চালাচ্ছে সবপক্ষই. কেউ কাউকে এক ইঞ্চি জমি ছাড়তে নারাজ. এই আবহে বুধবার মনোনয়ন জমা দিলেন এই কেন্দ্রের বাম কংগ্রেস জোটের প্রার্থী তথা প্রদেশ কংগ্রেস সভাপতি অধীর রঞ্জন চৌধুরী. এদিন বর্ণাঢ্য মিছিল করে জেলাশাসকের দফতরে গিয়ে মনোনয়ন দাখিল করলেন তিনি. দলীয় পতাকা হাতে নিয়ে অধীরের সঙ্গে পা মেলালেন প্রচুর কর্মী-সমর্থক.
উল্লেখ্য, বাংলায় ৪২ টি লোকসভা কেন্দ্রের মধ্যে অন্যতম হাইভোল্টেজ কেন্দ্র এই বহরমপুর. এবার এখানে লড়াই ত্রিমুখী. কংগ্রেসের প্রার্থী বিদায়ী সাংসদ অধীর রঞ্জন চৌধুরী. অধীর-গড়ে তাঁকেই মাত দিতে তৃণমূল প্রার্থী করেছে প্রাক্তন ক্রিকেটার ইউসুফ পাঠানকে. অন্যদিকে, বিজেপি আস্থা রেখেছে চিকিৎসক নির্মল কুমার সাহার ওপরে. শেষ পর্যন্ত নিজের গড়ে কি আরও শক্তিশালী হবেন অধীর, নাকি বহরমপুরের দখল নেবে বিজেপি ? না ক্রিকেটের ময়দান থেকে ভোটযুদ্ধের পিচে এসে ছক্কা হাঁকাবেন ইউসুফ? তা জানা যাবে ৪ জুন.