
বাবলু প্রামাণিক,বাসন্তী:
হিসাব বর্হিভূত সম্পত্তি থাকার অভিযোগে গ্রেফতার বীরভূমের কনস্টেবল মনোজিত বাগিশকে সাত দিনের জেল হেফাজতের নির্দেশ দিল আদালত।দক্ষিণ ২৪ পরগনা জেলার বারুইপুর পৌরসভার চার নম্বর ওয়ার্ডের বাসিন্দা ছিলেন, পশ্চিমবঙ্গ পুলিশ দপ্তরে কনস্টেবল মনোজিৎ বাগিশ । সেই মনোজিৎ বাগিশকে হিসাব বহিভূত আয়ের জন্য গ্রেপ্তার করে রাজ্য দুর্নীতি দমন শাখার আধিকারিকরা। মনোজিৎ বাগিশের এলাকায় বাসিন্দারা এই খবর শুনে অবাক হয়ে যান। তারা জানান মনোজিৎ বহু বছর ধরে পুলিশের চাকরি করছেন। বাবা-মা মারা যাওয়ার পর বাবার দোতলা বাড়িতেই বাস করতেন তিনি। কয়েক বছরের মধ্যে ওই বাড়ি ঝাঁ চকচকে করে বিশাল প্রাসাদের মতো করে সাজিয়ে তোলেন তিনি।এছাড়াও দুবছর আগে মনোজিৎ বাবুকে দুর্নীতির অভিযোগে শোকজ করা হয়েছিল বলেও জানান এলাকাবাসীরা ।
উল্লেখ্য রাজ্য দুর্নীতি দমন শাখা মনোজিৎ বাবুকে বীরভূম জেলার রামপুর হাট থানা থেকে গ্রেফতার করেছে। রবিবার তাকে ৭ দিনের পুলিশি হেফাজতের নির্দেশ দিয়েছে আদালত।