
কোচবিহার, সূর্যজ্যোতি পাল : কোচবিহারের কুমুদিনী বর্মন. বয়স ১১৪ বছর ! দেখে অবশ্য বোঝার উপায় নেই. দিব্যি হেঁটে -চলে বেরাচ্ছেন. কোচবিহার জেলা প্রশাসন ভোটার তালিকায় প্রবীণতম মানুষ হিসেবে তাঁর নাম ঘোষণা করেছে। কুমুদিনী বর্মনের বাড়ি মাথাভাঙ্গা খলিশামারি গ্রাম পঞ্চায়েতের জটামারি গ্রামে। মঙ্গলবার নিজের ভোটাধিকার প্রয়োগ করলেন বৃদ্ধা. এদিন তাঁর বাড়িতে গিয়ে ভোট গ্রহণ করেন ভোট কর্মীরা। পরে সাংবাদিকদের মুখোমুখি হয়ে কুমুদিনী বর্মন বলেন, ভোট দিলাম. এবার যদি একটা ঘর পাই, ভাল হয়. বার্ধক্য ভাতা, বিধবা ভাতা কোনওটাই পান না বলেও জানান বৃদ্ধা.
উল্লেখ্য, ১৯ এপ্রিল প্রথম দফায় ভোট রয়েছে কোচবিহারে. তার আগেই ভোটদান করে খুশি কুমুদিনী দেবী