
সূর্যজ্যোতি পাল, কোচবিহার : আড়িয়াদহকাণ্ডে তোলপাড়ের মাঝেই এবার মারধরের ঘটনা কোচবিহারে. মাথাভাঙ্গা কান্দুড়া মোড় এলাকায় এক মহিলাকে মারধরের অভিযোগ. জানা যায়, বৃহস্পতিবার মন্দিরের জায়গা দখল নিয়ে ঝামেলার সূত্রপাত। আহত মহিলার দাবি তাকে বেধড়ক মারধর করে উপ প্রধান ও তার ভাই । জখম মহিলা বর্তমানে মাথাভাঙ্গা মহকুমা হাসপাতালে চিকিৎসাধীন।
যদিও মারধরের অভিযোগ ভিত্তিহীন বলে দাবি উপ প্রধান হাসেম আলীর। তিনি বলেন, মন্দিরের জায়গা দখল করে ছিলেন ওই মহিলা। বৃহস্পতিবার এক ব্যাবসায়ী সেখানে সীমানা দিচ্ছিলেন সেই সময় মহিলা বাধা দিলে এলাকার সাধারন মানুষ ক্ষুব্ধ হয়ে ওঠে।