
সৌরজ্যোতি পাল,কোচবিহার:
এক নাবালিকাকে ধর্ষণ ও পরে তার মৃত্যুর জন্য বাম ছাত্র সংগঠন এ আই ডি এস ও র ডাকে বৃহস্পতিবার কোচবিহার জেলায় পালিত হচ্ছে ছাত্র ধর্মঘট। সকাল থেকেই ছাত্র সংগঠনের নেতৃত্বরা উপস্থিত ছিলেন প্রত্যেকটি বিদ্যালয় গেটের সামনে। ছাত্ররা স্কুলে আসলে তাদেরকে বুঝিয়ে বাড়ি পাঠিয়ে দেওয়া হয়।তালা লাগিয়ে দেওয়া হয় স্কুল গুলিতে। AIDSO পক্ষ থেকে জানানো হয়েছে নাবালিকা ধর্ষণের ঘটনার প্রতিবাদে আজ ছাত্র ধর্মঘটের ডাক দেওয়া হয়েছিল ।এই ধর্মঘট সর্বাত্মক সফল হয়েছে। মানুষ এই ধর্মঘট কে সমর্থন করেছেন। কোন ছাত্র-ছাত্রী স্কুলে প্রবেশ করেনি।উল্লেখ্য গত ১৮ ই জুলাই স্কুল থেকে বাড়ি ফেরার পথে এক নাবালিকাকে অপহরণ করে ধর্ষণ করার অভিযোগ ওঠে দুষ্কৃতীদের বিরুদ্ধে।নির্যাতিতা সেই নাবালিকা কে হাসপাতালে ভর্তি করা হয়েছিল বুধবার সকালে কুচবিহারের এম জে এন হাসপাতালে মৃত্যু হয় সেই ধর্ষিতা নাবালিকার ।এই ঘটনার প্রতিবাদে ধর্মঘটের ডাক দেয় AIDSO।