
কোচবিহার,সূর্য্যজ্যোতি পাল:আগামী ৭ জানুয়ারি ভারতের গণতান্ত্রিক যুব ফেডারেশনের ব্রিগেড সমাবেশ রয়েছে কলকাতায় ।তারই অঙ্গ হিসেবে কোচবিহার থেকে ইনসাফ যাত্রার সূচনা করলেন ডি ওয়াই এফ আই এর রাজ্য সম্পাদিকা মীনাক্ষী মুখার্জি ।”যৌবনের ডাকে জনগণের অধিকার বুঝে নিতে” হবে এই স্লোগানকে সামনে রেখে দুই মাস ব্যাপী চলবে এই ইনসাফ যাত্রা। পায়ে হেঁটে কোচবিহার থেকে কলকাতা অবধি ডি ওয়াই এফ আই কর্মীরা মানুষের বাড়ী বাড়ি গিয়ে তাদের কথা শুনবেন।
এই বিষয়ে গণতান্ত্রিক যুব ফেডারেশনের রাজ্য কমিটির সম্পাদিকা মিনাক্ষি মুখার্জি বলেন, আজ কোচবিহার থেকে ইনসাফ যাত্রার সূচনা করা হলো কাজ ও শিক্ষার দাবিতে সাধারণ মানুষকে সাথে নিয়ে আগামী দু মাস ছাত্র যুব কর্মীরা পায়ে হেঁটে আগামী সাত তারিখ ব্রিগেড সমাবেশে পৌঁছবে।
শুক্রবার দুপুরে কোচবিহারের রাসমেলা মাঠ সংলগ্ন মোড় থেকে এই ইনসাফ যাত্রার শুরু হয়। কোচবিহারের বিভিন্ন এলাকা পরিক্রমা করে এই যাত্রা সাতই জানুয়ারি কলকাতা ব্রিগেড সমাবেশে পৌঁছবে।
সূর্য্য জ্যোতি পাল