
সৌরজ্যোতি পাল,কোচবিহার: গত ১৮ ই জুলাই স্কুল থেকে বাড়ি ফেরার পথে এক নাবালিকাকে অপহরণ করে ধর্ষণ করার অভিযোগ ওঠে কয়েকজন দুষ্কৃতীর বিরুদ্ধে। নির্যাতিতা সেই নাবালিকা কে হাসপাতালে ভর্তি করা হয়েছিল ।বুধবার সকালে কুচবিহারের এম জে এন হাসপাতালে মৃত্যু হয় সেই ধর্ষিতা নাবালিকার ।এর পরেই মৃত নাবালিকাকে নিয়ে শুরু হয় রাজনৈতিক তরজা।। ঘটনাস্থলে রাহুল সিনহা এলে তাকে গো ব্যাক স্লোগান দিতে থাকে তৃনমূল কর্মী ও সমর্থকেরা।এই ঘটনার পর উত্তপ্ত হয়ে ওঠে হাসপাতাল চত্বর ।বিজেপির অভিযোগ মেয়ের বাবা ও মার সঙ্গে দেখা করতে দিচ্ছেনা তৃনমূল।প্রকৃত ঘটনা চাপা দেওয়ার চেষ্টা করা হচ্ছে।অপরদিকে তৃনমূলের অভিযোগ রাহুল সিনহা এসে এই ঘটনার সঙ্গে রাজনীতি কে জড়াতে চাইছে ।সবমিলিয়ে দুই পক্ষের বাগবিতণ্ডায় উত্তেজনা ছড়িয়ে পড়ে এলাকায়।
তৃনমূল ও বিজেপি উভয়পক্ষই মৃতা মেয়ের বাবাকে নিজেদের সমর্থক বলে দাবি করে। পরে পুলিশ মৃতদেহ এসকর্ট করে হাসপাতাল থেকে বাইরে নিয়ে যায়।