
সূর্য্যজ্যোতি পাল,কোচবিহার: বৃহস্পতিবার রাতে কোচবিহার শহর সংলগ্ন বাবুরহাট এলাকার তিনটি সোনার দোকানে দুঃসাহসিক ডাকাতি। দোকানের শাটার ভেঙে ঢুকে দোকান থেকে লক্ষাধিক টাকার সোনা ও রুপোর গহনা চুরি করে চম্পট দেয় দুষ্কৃতীরা ।শুক্রবার সকালে বিষয়টি জানাজানি হতেই চাঞ্চল্য ছড়ায়। ঘটনার পর থেকেই আতঙ্কে স্থানীয় ব্যবসায়ীরা। ঘটনা তদন্ত শুরু করেছে কোতোয়ালি থানার পুলিশ।