
উজ্জ্বল হোড়,জলপাইগুড়ি: লোকসভা নির্বাচনে দলীয় প্রার্থী জয়ী হবার পর সোমবার রাতে প্রথমবার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় কুচবিহার এসেছেন ,মঙ্গলবার তিনি জেলার অন্যতম প্রভাবশালী রাজবংশী নেতা ও বিজেপি দলের রাজ্যে সভার সদস্য অনন্ত মহারাজের সঙ্গে সাক্ষাৎ করেন।
আর ঠিক এই সময়ে কে এল ও জঙ্গী নেতা জীবন সিংহের একটি ভাইরাল ভিডিও কে ঘিরে চাঞ্চল্য ছড়িয়েছে উত্তরবঙ্গ জুড়ে, ( যদিও এই ভিডিওর সত্যতা যাচাই করে নি চ্যানেল)।মঙ্গলবার ভাইরাল হওয়া এই ভিডিওতে জঙ্গী নেতা জীবন সিংহ দাবী করে বলেন , ভোট পরবর্তী কালে কুচবিহারে রাজবংশী মানুষের উপর অত্যাচার চালাচ্ছে তৃনমূল। ঘরবাড়ি নষ্ট করার পাশাপশি তাদের কাছ থেকে টাকা চাওয়া হচ্ছে বলেও দাবী করেছেন বর্তমানে অজ্ঞাত স্থানে থাকা ওই জঙ্গী নেতা।
তৃণমুল ছাড়াও ভাইরাল ভিডিও তে কামতা পুর পিপলস পার্টি এবং গ্রেটার কোচবিহার পিপলস অ্যাসোসিয়েশনের ভূমিকার ও সমালোচনা করা হয়েছে।