
সূর্যজ্যোতি পাল, কোচবিহার : এক ১৩ বছরের নাবালিকাকে ধর্ষণের অভিযোগ উঠল স্থানীয় বিজেপি নেতার বিরুদ্ধে। ঘটনাটি ঘটেছে কোচবিহার মেখলিগঞ্জ মহকুমার ভোগডাবরি এলাকায়। পরিবার সূত্রে জানা গেছে, ঘটনায় অভিযুক্ত দীপক শীল পাকা বাড়িতে তারই পাড়ার একটি মেয়েকে ডেকে নিয়ে যায়, এবং তাকে ধর্ষণ করে। ঘটনাটি ঘটেছিল প্রায় দুই মাস আগে। কিন্তু গত ৬ তারিখ বিষয়টি পরিবারের সামনে আসে। অভিযুক্ত দীপক শীল এলাকায় বিজেপি নেতা হিসেবে পরিচিত। মেয়েটির পরিবারের লোকজন বিষয়টা জানার পরে মেখলিগঞ্জ থানায় লিখিতভাবে অভিযোগ দায়ের করেন। অভিযোগের ভিত্তিতে গ্রেফতার করা হয়েছে দীপক শীলকে। ঘটনায় ব্যাপক নিন্দার ঝড় উঠেছে জেলা জুড়ে। একদিকে আরজিকর তিলো তোমার ঘটনায় বিজেপির রাজনীতি চলছে, এর মাঝেই বিজেপি নেতার বিরুদ্ধে ওঠা অভিযোগে রীতিমতো চাঞ্চল্য ছড়িয়েছে এলাকায়।, মঙ্গলবার সারাদিন মেখলিগঞ্জে অভিযুক্ত বিজেপি নেতার বাড়ির সামনে ধরনায় বসার কথা জানিয়েছে তৃনমূল । এবং , ধর্ষকের উপযুক্ত শাস্তি দাবি করেছেন তারা। দীপকের বিরুদ্ধে পক্সও আইনে মামলা রুজু করা হয়েছে।