
ওঙ্কার ডেস্ক:বিজেপি ,আর এস এস দেশ জুড়ে ঘৃনা ও হিংসা ছড়াচ্ছে। এর বিরুদ্ধে জোট বদ্ধ ভাবে লড়াইয়ে নেমেছে “ইন্ডিয়া ” ।বৃহস্পতিবার কোচ বিহারের বক্সিরহাট থেকে এই বার্তা দিলেন রাহুল গান্ধী।তবে এদিন একটি জনসভা করার পরই দিল্লি চলে যান তিনি। তবে 28 জানুয়ারি তিনি আবার বাংলায় ফিরবেন এবং পূর্ব নির্ধারিত জনসভা গুলি করবেন বলে জানা গেছে।উল্লেখ্য
বৃহস্পতিবার বেলা ১১ টা নাগাদ কোচবিহারের বক্সিরহাটে এসে পৌঁছান রাহুল গান্ধী।তাঁকে স্বাগত জানান কংগ্রেস নেতা অধীর চৌধুরী। তারপর সভা মঞ্চ থেকে রাহুল গান্ধী বিজেপিকে নিশানা করে বলেন ‘আরএসএস–বিজেপি মিলে দেশজুড়ে হিংসা,ঘৃনা ছড়াচ্ছে। আর সেই অন্যায়ের বিরুদ্ধে লড়াই করতেই ইন্ডিয়া জোট তৈরি করা হয়েছেবিজেপি–আরএসএস যে হিংসার পরিবেশ তৈরি করেছে সেটার অবসান ঘটাতে হবে।
অন্যদিকে এদিন খাগড়াবাড়ি থেকে গাড়িতে হাসিমারা পৌঁছন রাহুল গান্ধী । তারপর হাসিমারা থেকে বাগডোগরা হয়ে দিল্লির উদ্দেশ্যে রওনা দেন তিনি। দলীয় সূত্রে খবর, ২৮ জানুয়ারি ফের বাংলায় যোগ দেবেন রাহুল গান্ধী।