
সৌরজ্যোতি পাল,কোচবিহার: আপনি কি ভাবছেন বাড়িতে টাইলস লাগাবেন, পছন্দের মার্বেল দিয়ে সাজিয়ে তুলতে চান নিজের বাড়ি, আধুনিকীকরণের ছোঁয়ায় কিচেন চিমনি ইন্সটল করে সাজাতে চান কিচেন কেও। দাঁড়ান দাঁড়ান- একোন বিজ্ঞাপনী প্রচার নয়, কোন বিশেষ অফার ও নেই। আসলে কোচবিহার পৌরসভা নতুন নিয়ম এনেছে। বাড়িতে টাইলস মার্বেল কিচেন চিমনি লাগালে দিতে হবে পুর কর। আর এরই প্রতিবাদে সাংবাদিক সম্মেলন করলেন বামফ্রন্টের দুই কাউন্সিলার। এ বিষয়ে লিখিত অভিযোগ করা হয়েছে পুরো প্রধানকে।এই বিষয়ে পুরপ্রধান রবীন্দ্রনাথ ঘোষ জানান কর ফাঁকি দিয়ে পুরনো বাড়ি ভেঙে অনেকেই নতুন বাড়ি তৈরি করছেন সে ক্ষেত্রে নিয়ম অনুযায়ী পৌরসভার কাছ থেকে অনুমতি নিতে হয়। সাধারণ মানুষ তা নিচ্ছেন না। পুরসভার খরচ আগের থেকে বেড়েছে তাই আয়ের ওপর জোর দেওয়া হচ্ছে।
এদিকে এই নয়া নিয়মকে কেন্দ্র করে রীতিমত শোরগোল পড়ে গিয়েছে, বিরোধী রাও রীতিমতো সরব হয়েছেনএ বিষয়ে।