
ওঙ্কার ডেস্ক:ফের বিজেপিতে বড় সড় ভাঙ্গন কোচবিহারে। লোকসভা নির্বাচনে বিজেপির শোচনীয় ফলাফলের পর থেকে গেরুয়া শিবির ছাড়ার প্রবণতা দেখা যাচ্ছে বাংলা জুড়ে। কোচবিহার ও তার ব্যতিক্রম নয়।এই কেন্দ্রর বিজেপি প্রার্থী নিশীথ প্রামাণিকের পরাজয়ের পর থেকেই শয়ে শয়ে বিজেপি সমর্থকদের দল ছাড়ার খবর সামনে আসছে। শনিবার ঢাংঢিংগুড়ি অঞ্চলের প্রধান মাম্পি সরকার সহ বিজেপির অঞ্চল স্তরের বেশ কিছু সদস্য বিজেপি ছেড়ে তৃণমূল কংগ্রেসে যোগদান করেন। যোগদানের পরে মাম্পি সরকার জানান, সাধারণ মানুষের উন্নয়নের জন্য এবং মমতা বন্দ্যোপাধ্যায়ের আদর্শে অনুপ্রাণিত হয়ে তিনি বিজেপি ছেড়ে তৃণমূল কংগ্রেসের যোগদান করলেন।