
সূর্য্যজ্যোতি পাল,কোচবিহার:কোচবিহারে ২নং ওয়ার্ডের কাউন্সিলরের শাস্তির দাবিতে কোচবিহারের রাজপথে বিক্ষোভ মিছিল করলেন পুর কর্মচারীরা।প্রসঙ্গত গত মাসের ৩০ তারিখ রাতের বেলায় এক পৌর কর্মীর বাড়িতে ঢুকে পরিবারের লোকজনের সামনে এক পৌর কর্মীকে মারধর করার অভিযোগ ওঠে দুই নম্বর ওয়ার্ডের কাউন্সিলর এর বিরুদ্ধে।
এই ঘটনার কথা সামনে আসতেই অভিযুক্ত কাউন্সিলর উজ্জ্বল তরের শাস্তির দাবিতে আন্দোলনে নামে কোচবিহার মিউনিসিপালিটি ও ওয়ার্কার্স এন্ড এমপ্লয়েস এসোসিয়েশনের সদস্যরা। টানা তিন দিন ধরে পৌরসভার সামনে আন্দোলন চালিয়ে যান পৌর কর্মীরা।অবশেষে শনিবার অভিযুক্ত কাউন্সিলর কে নিঃশর্ত ক্ষমা চাইতে হবে বলে দাবি তুলে সাগরদিঘী পরিক্রমা করল পৌর কর্মীরা।