
ওঙ্কার ডেস্ক:দোতলা পাকা বাড়ি থাকা সত্ত্বেও আবাস যোজনার তালিকায় নাম উঠল রামজীবনপুরের ৪ নং ওয়ার্ডের কাউন্সিলর শম্ভু দাসের স্ত্রী মনীষা দাসের। পেশায় শিক্ষক শম্ভু দাসের বাড়ি থাকা সত্ত্বেও আবাস যোজনার টাকায় ইতিমধ্যে শুরু হয়েছে নতুন বাড়ি বানানোর কাজ। তারপরই বিক্ষোভ শুরু করে এলাকার সাধারণ মানুষেরা।তারা জানান যে, যাদের পাকা বাড়ি আছে তারাই আবার টাকা পেয়েছেন বাড়ির জন্য, কিন্তু যারা ভাঙাচোরা মাটির বাড়িতে, বা ত্রিপল টাঙ্গিয়ে কষ্ট করে থাকেন তারা কেউই পায়নি আবাস যোজনার টাকা। একজন স্থানীয় বাসিন্দার দাবি নেতাদের পঞ্চাশ হাজার টাকা না দিতে পারার জন্যই বাড়ি পায়নি তারা। বহুদিন ধরে চলতে থাকা এই দুর্নীতির বিষয়ে পৌরসভা ও প্রশাসনিক দপ্তরে বারবার জানিয়েও কোনও সুরাহা হয়নি বলে দাবি সাধারণ মানুষের। ঘটনায় শাসক দলকে কটাক্ষ করে বিজেপি নেতৃত্ব বলেছেন যাদের বাড়ি পাওয়া দরকার তারা বাড়ি না পেয়ে কষ্ট পাচ্ছেন, আর এই টাকা নিয়ে নয়ছয় করছে তৃনমূলের নেতারা, পাকা বাড়ি থাকা সত্ত্বেও কিভাবে তারা বাড়ি পেল সে নিয়েও প্রশাসনের দিকে প্রশ্ন তুলেছে বিরোধীরা। তবে এই দুর্নীতির সঠিক তদন্ত করার আশ্বাস দিয়েছেন পৌরসভার চেয়ারম্যান কল্যাণ তেওয়ারি।