
গোপাল শীল,দক্ষিণ ২৪ পরগণা: মণিপুর ও মালদা নিয়ে চলছে রাজনৈতিক চাপানউতোর, আর এর মাঝেই আবারো রাজ্যের এক নাবালিকা ছাত্রীকে স্কুলের শৌচালয়ে আটকে রেখে ধর্ষণের অভিযোগ উঠল। ঘটনাটি দক্ষিণ 24 পরগনার ঢোলাহাট এলাকার এক মাদ্রাসার।
সূত্রের খবর, গত ২১ শে জুলাই স্কুলের শৌচালয়ে আটকে রেখে ধর্ষণ করা হয় ওই নাবালিকা ছাত্রীকে। অভিযোগের তীর স্কুলের এক আংশিক সময়ের শিক্ষক ফয়জউদ্দিন মোল্লার দিকে। জানা গিয়েছে ধর্ষণের পর ওই সপ্তম শ্রেণীর ছাত্রীকে শৌচালয়ের ভিতরে আটকে রেখে বাইরে থেকে তালা দিয়ে দেয় অভিযুক্ত শিক্ষক। নির্যাতিতা ছাত্রীকে মারধর করা হয় বলে অভিযোগ। ইতিমধ্যেই অভিযুক্ত ফয়জউদ্দিন মোল্লাকে গ্রেফতার করেছে পুলিশ। ধৃতকে সোমবার কাকদ্বীপ মহকুমা আদালতে পেশ করা হয়।