
সুনন্দা দত্ত,হুগলী:পানীয় জলের দাবিতে সি পি আই এমের বিক্ষোভ হুগলীর বাঁশবেড়িয়াতে ।দক্ষিণবঙ্গ জুড়ে যখন প্রচন্ড গরমে নাজেহাল সাধারন মানুষ ,তখন পানীয় জলের সংকটে ভুগছন হুগলীর বাঁশ বেড়িয়ার বাসিন্দারা। এর প্রতিবাদে হুগলি জেলার বাঁশবেড়িয়া পৌরসভার সামনে বিক্ষোভ দেখালেন সি পি আই এমের কর্মী ও সমর্থকেরা।তাদের অভিযোগ এই গরমে পানীয় জলের অভাবে তীব্র সমস্যায় পড়েছেন এলাকাবাসীরা। তাই অবিলম্বে পানীয় জলের ব্যবস্থা করতে হবে।উল্লেখ্য ,এর আগে জলের দাবি নিয়ে সিপিআইএম ও বিজেপি পক্ষ থেকে ডেপুটেশন দেওয়া হয়েছিলো ।