
নিজস্ব প্রতিনিধিঃ বামেদের প্রথম দফার প্রার্থী তালিকায় এক ঝাঁক নতুন মুখ। আইনজীবী থেকে ছাত্রনেতা, প্রাক্তন শিক্ষক থেকে যুব নেতা, ভারসাম্য রেখেই প্রার্থী তালিকা ঘোষণা করলেন বামফ্রন্ট চেয়ারম্যান বিমান বসু।
চলুন দেখেনি কারা প্রার্থী হল
1) কোচবিহারের সিংহ চিহ্নে লড়বেন অবসরপ্রাপ্ত শিক্ষক ফরওয়ার্ড ব্লক নেতা নীতিশচন্দ্র রায় (নতুন)
2) জলপাইগুড়ি সংরক্ষিত আসনে সিপিএম প্রার্থী দেবরাজ বর্মন (নতুন)
3) বালুরঘাটে আরএসপি প্রার্থী জয়দেব সিদ্ধান্ত (নতুন)
4) কৃষ্ণনগরের সিপিএম প্রার্থী এসএম সাদি
5) দমদমে কাস্তে হাতুড়ির প্রার্থী সুজন চক্রবর্তী
6) কলকাতা দক্ষিণে সিপিএমের প্রার্থী সায়রা শা হালিম (নতুন)
7) হাওড়ায় সিপিএম প্রার্থী সব্যসাচী চট্টোপাধ্যায়
8) শ্রীরামপুরে সিপিএম প্রার্থী ছাত্র আন্দোলনের মুখ দিপ্সিতা ধর
9) হুগলি সিপিএম প্রার্থী মনোদীপ ঘোষ।
10) তমলুকে সিপিএম প্রার্থী আইনজীবী সায়ন বন্দোপাধ্যায়।
উল্লেখ্য চাকরিপ্রার্থীদের হয়ে কলকাতা হাইকোর্টে সাওয়াল করছেন সায়ন (নতুন)
11) মেদিনীপুর থেকে সিপিআই প্রার্থী বিপ্লব ভট্ট।
12) বিষ্ণুপুরে শীতল কৈবর্ত (নতুন)
13) বাঁকুড়া নিলাঞ্জন দাস গুপ্ত
14) পূর্ব বর্ধমানের সিপিআইএমের নিরব খান
15) আসানসোলের সিপিএম প্রার্থী জাহানারা খান