
ত্রয়ণ চক্রবর্ত্তী,ওঙ্কারঃ মানুষকে নিজেদের পক্ষে জড়ো করার নতুন উদ্যোগ সিপিআইএমে। বর্তমানে সাধারণ মানুষের দৈনন্দিন সমস্যার বিষয় নজরে বেশি করে আনার চেষ্টা করছে আলিমুদ্দিন। এবং দলের ডিজিটাল মাধ্যমকে তাতে সংযুক্ত করার চেষ্টা চলছে। যাতে তরুন সমাজকেও আকর্ষণ করা যায়। এর সর্বশেষ সংযোগ। রাস্তার বেহাল দশা।
বর্ষার পর এরসময় রাস্তাঘাট দশা বেহাল হয়। হয়রানি বাড়ে আমজনতার। সেদিকেই নজর রেখে সিপিআইএমের নতুন প্রচার পথের দাবি। ডিজিটাল এই ক্যাম্পনে বলা হয়েছে রাস্তার অবস্থা বেহাল? চলতে গেলেই হোঁচট খেতে হচ্ছে পথে? আপনার এলাকার রাস্তার বেহাল দশা জানান আপনি,ছবি এবং তথ্যসহ। তথ্যগুলি দলের ইমেল আইডি Cpimdigital@gmail.com এতে অথবা একটি হোয়্যাটঅ্যাপ নম্বর দিয়ে তাতে পাঠাতে বলা হয়েছে। আলিমুদ্দিনের নতুন এই উদ্যোগে মানুষ কতটা সাড়া দেয় সেটা অবশ্য দেখার।