
নিজস্ব প্রতিনিধিঃ ৭ জানুয়ারি ব্রিগেড সমাবেশ। সিপিআইএমের যুব সংগঠনের ব্রিগেড।এবার ব্রিগেড সমাবেশে আগে নিজেদের অবস্থান স্পষ্ট করুক কংগ্রেস এমনই বললেন সিপিআইএম কেন্দ্রীয় কমিটির সদস্য সুজন চক্রবর্তী। অর্থাৎ আসন আলোচনার জন্য যে দীর্ঘদিন বসে থাকতে চায় না আলিমুদ্দিন সেই ইঙ্গিতই সুজন দিলেন বলে চর্চা রাজনৈতিক মহলে। আসন রফার আলোচনার সময়সীমা বিধান ভবনকে বেঁধে দিল আলিমুদ্দিন। ৭ জানুয়ারির মধ্যে প্রদেশ কংগ্রেস অবস্থান স্পষ্ট করুক। মন্তব্য করলেন সিপিআইএম কেন্দ্রীয় কমিটির সদস্য সুজন চক্রবর্তী। প্রসঙ্গত ওইদিন রয়েছে সিপিআইএমের যুব সংগঠনের ব্রিগেড।
প্রসঙ্গত লোকসভা নির্বাচনে কংগ্রেস তৃনমূলের সঙ্গে যাবে কীনা তা নিয়ে চলছে চর্চা। সুত্রের খবর,কংগ্রেসের জেতা বহরমপুর ও মালদা দক্ষিণ দুটি আসন কংগ্রেসকে ছেড়ে দিতে মমতা বন্দ্যোপাধ্যায় রাজি বলেও খবর। মালদা দক্ষিণের সাংসদ আবু হাসেন খান চৌধুরীর মন্তব্যে জল্পনা আরও বেড়েছে। প্রদেশ কংগ্রেসের নেতৃত্ব এখনও এবিষয়ে অবস্থান স্পষ্ট করতে পারে নি,সেই পরিস্থিতিতে সুজনের সময়সীমা বেঁধে দেওয়ার প্রদেশ কংগ্রেসের চাপ বাড়লো বলেই মনে করছে রাজনৈতিক মহলের একাংশ। এখন দেখার কংগ্রেস কী অবস্থান নেয়।