
ত্রয়ণ চক্রবর্তী, কলকাতাঃ সোশ্যাল মিডিয়ায় দলীয় প্রচার অন্যান্য দলের থেকে পরে শুরু করেছিল সিপিএম। পরবর্তীতে সিপিএম ডিজিটাল তৈরি করে বর্তমানে প্রচারে বেশ গতি এনেছে বলে সিপিএম নেতারা দাবি করে। এবার সেই সোশ্যাল মিডিয়াতে অভিষেক বন্দোপাধ্যায়কে নিয়ে নতুন প্রচার। পোস্ট কার্ড ফরম্যাট খাম।
সেখানে অভিষেক বন্দোপাধ্যায়ের ছবি। পাশে লেখা, ‘মাফিয়া ফেরাও,জেলে ঢোকাও’। এমন নাম দেওয়ার যুক্ত হিসেবে সিপিএম নেতাদের বক্তব্য, আগেকার দিন মাফিয়ারা ব্যাঙ্ক অ্যাকাউন্ট ভাড়া নিয়ে যেভাবে টাকা রাখতো,অভিষেক বন্দ্যোপাধ্যায়ও সেভাবে টাকা রেখেছেন। তাই এধরণের প্রচার। সেইসঙ্গে খামে নীচে আমেরিকার নিউইয়র্কের একটি ঠিকানা প্রতীকী হিসেবে দেওয়া হয়েছে, অভিষেক বন্দোপাধ্যায় আমেরিকায় গিয়েছেন বলে।
ফেসবুক সোশ্যাল মিডিয়ার মাধ্যমে ছড়িয়ে দেওয়া হচ্ছে এই প্রচার। সাড়া কেমন পাওয়া যাচ্ছে, এই প্রশ্নের উত্তরে তাদের বক্তব্য সাড়া ভালো পাওয়া যাচ্ছে বলেই তো রাজ্য সম্পাদক মহম্মদ সেলিমে আইনি নোটিশ পাঠিয়েছেন অভিষেক।
প্রসঙ্গত মহম্মদ সেলিমের একটি পোস্ট ঘিরে কিছু বিতর্ক তৈরি হয়,যার ভিত্তিতে আইনি নোটিশ। যদিও তৃনমুল এসব প্রচারকে গুরুত্ব দিতে নারাজ,তাদের মতে সিপিএম নিজেদের প্রাসঙ্গিক ফেরাতে এমন প্রচার করছে। কিন্তু মানুষ তাতে গুরুত্ব দিচ্ছে না।