
তামসী রায় প্রধান, ওঙ্কার বাংলাঃ দেশ জুড়ে সাত দফায় লোকসভা নির্বাচন শুরু হচ্ছে শুক্রবার থেকে। ১০২টি লোকসভা আসনে ভোট হবে প্রথম দফায়। প্রথম পর্যায়ে বাংলার তিন আসন কোচবিহার, জলপাইগুড়ি ও আলিপুরদুয়ারে নির্বাচন হবে।
দেশ জুড়ে সাত দফায় লোকসভা নির্বাচন শুরু হচ্ছে শুক্রবার থেকে। মোট ১০২টি লোকসভা আসনে ভোট হবে প্রথম দফায়। দক্ষিণ ভারতের তামিলনাড়ুর ৩৯ আসনের সব কটিতে ভোট প্রথম দফায়। নির্বাচন হবে রাজস্থানের ২৫ আসনের মধ্যে ১২টি আসনে।
উত্তর প্রদেশের ৮০টি আসনের মধ্যে ভোট হবে ৮টিতে এবং পূর্ব ভারতে প্রায় প্রতিটি রাজ্যেই নির্বাচন শুক্রবার। অসমের পাঁচটি আসন ডিব্রুগড়, জোড়হাট, কাজিরাঙ্গা, লখিমপুর ও সনিৎপুরে ভোট হবে প্রথম দফায়। মণিপুরে ভোট হবে দুটি আসনে। যদিও একাধিক গোষ্ঠী ও সংগঠন মণিপুরে ভোট বয়কটের ডাক দিয়েছে। এদিন ভোট গ্রহণ হবে, অরুণাচল প্রদেশ, মেঘালয়, মিজোরাম, নাগাল্যান্ড, সিকিম, ত্রিপুরায়।
এ ছাড়া বিহারের চারটি আসন, ছত্তিশগড়ের মাওবাদী–অধ্যুষিত অঞ্চলের বস্তার আসন, মহারাষ্ট্রের আরও অন্তত দুটি মাওবাদী–অধ্যুষিত অঞ্চল চন্দ্রপুর ও গড়চিরোলি ছাড়া মহারাষ্ট্রেরই ভান্ডারা, রামটেক ও নাগপুরে ভোট হবে শুক্রবার।
প্রথম পর্যায়ে বাংলার তিন আসনে ভোট গ্রহণ। উত্তরবঙ্গের কোচবিহার, জলপাইগুড়ি ও আলিপুরদুয়ারে নির্বাচন হবে শুক্রবার। সব আসনের ফল গণনা হবে আগামী ৪ জুন।