
জয়া মির্জা, বহরমপুরঃ ভোট প্রচারে বেরিয়ে প্রবল বিক্ষোভের মুখে বহরমপুরের কংগ্রেস প্রার্থী অধীররঞ্জন চৌধুরী । তৃণমূল কর্মীরা তাঁকে ঘিরে বিক্ষোভ দেখায় বলে অভিযোগ। ওঠে ‘গো ব্যাক’ স্লোগান। শনিবার এনিয়ে তুমুল উত্তেজনা ছড়ায় মুর্শিদাবাদের নওদায়।
বহরমপুর লোকসভা কেন্দ্রের নওদা বিধানসভায় প্রচারে গিয়ে বিক্ষোভের মুখে প্রদেশ কংগ্রেস সভাপতি তথা কংগ্রেস প্রার্থী অধীর চৌধুরী। নওদা বিধানসভার দমদমা শ্যামনগর থেকে পায়ে হেঁটে প্রচার শুরু করেন অধীর চৌধুরী সেখানেই তৃণমূল ব্লক সভাপতি শফিউজ্জামান ওরফে হাবিব মাস্টারের নেতৃত্বে অধীরকে ঘিরে বিক্ষোভ দেখানো হয় ওঠে অধীর চৌধুরী গো ব্যাক স্লোগান। ঘাটনার জেরে উত্তপ্ত গোটা এলাকা। তৃনমূলের অভিযোগ, পাঁচবারের সাংসদ হওয়া সত্ত্বেও নওদায় কোনও উন্নতি হয়নি। সে কারণেই অধীরকে ঘিরে বিক্ষোভ দেখাতে শুরু করেন তাঁরা। এদিন কংগ্রেস কর্মী-সমর্থকদের সঙ্গে বিক্ষোভকারীদের বচসা শুরু হয়। ঘটনাকে কেন্দ্র করে উত্তপ্ত হয়ে ওঠে এলাকা। পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।