
শুভাশিস চট্টোপাধ্যায়ঃ সিএএ-এর বিরুদ্ধে মঙ্গলবার পথে নামল নকশালপন্থী সংগঠন সিপিআইএম-এল লিবারেশন। এদিন সিএএর প্রতিলিপি পুড়িয়ে বিক্ষোভ দেখান লিবারেশনের নেতা-কর্মীরা। পাশাপাশি দিল্লিতে নামাজের সময়ে সংখ্যালঘুদের উপর দিল্লি পুলিশের অত্যাচারের প্রতিবাদ করে মৌলালি মোড়ে বিক্ষোভ সভা করে লিবারেশন। সভায় বক্তব্য রাখেন লিবারেশনের কলকাতা জেলা কমিটির সম্পাদক অতনু চক্রবর্তী, রাজ্য কমিটির নেতা বাসুদেব বসু, জেলা নেতা দিবাকর ভট্টাচার্য, মলয় তিওয়ারি, মহিলা নেত্রী মমতা ঘোষ সহ আরও অনেকে। সভার শেষে রাস্তা অবরোধ করে সিএএ-এর বিজ্ঞপ্তি পোড়ানো হয়। বক্তারা ধর্মের ভিত্তিতে নাগরিকত্ব প্রদান সংবিধান বিরোধী বলে দাবি করেন। এই অসংবিধানিক আইন বাতিলের পাশাপাশি মোদি এবং বিজেপিকে পরাজিত করারও আহ্বান জানান লিবারেশন নেতৃত্ব।