
প্রতীতি ঘোষ, উত্তর ২৪ পরগনা : জবরদখল করে রাখা সরকারি জায়গা ও হকার উচ্ছেদের সিদ্ধান্ত নিয়েছে রাজ্য প্রশাসন। তবে ব্যারাকপুর লোকসভার বিভিন্ন পুরসভার অন্তর্গত নানা জায়গায় হকার উচ্ছেদের ক্ষেত্রে বুলডোজারের দেখা মিলেছে। এখনো পর্যন্ত ভাটপাড়া পুরসভার অন্তর্গত কোনও জায়গাতেই উচ্ছেদ হটাতে পৌরসভাকে জোর খাটাতে হয়নি। তবু হকারদের পাশে দাঁড়িয়ে এবার ভাটপাড়া পুরসভায় চেয়ারম্যানের কাছে ডেপুটেশন দিল বাম নেতৃত্ব। ভাটপাড়া পুরসভার গেটের সামনে বেশ কিছুক্ষণ বিক্ষোভ দেখান সিটু নেত্রী গার্গী চট্টোপাধ্যায় ও অন্যান্য কর্মীরা। বিষয়টি নিয়ে সিটু নেত্রী বলেন, হঠাৎ করে বুলডোজার, জেসিবি দিয়ে কেন এভাবে হকার উচ্ছেদ করা হচ্ছে? বাম আমলে যখন হকার উচ্ছেদ হয়েছিল, তখন গড়িয়াহাটের মোড়ে উনি সবজি বিক্রি করছিলেন. আজ উনি হকার-উচ্ছেদ করে দিচ্ছেন ?
অন্যদিকে, ভাটপাড়া পৌরসভার ভাইস চেয়ারম্যান দেবজ্যোতি ঘোষ বলেন, হকাররা সেচ্ছায় অবৈধভাবে দখল করা ফুটপাত খালি করে দিচ্ছেন. আমরা কোনওরকম উচ্ছেদ অভিযান করিই নি.
উচ্ছেদ-ইস্যুতে তোলপাড় বঙ্গ রাজনীতি. জেলায় জেলায় হকারদের পুনর্বাসনের দাবিতে সোচ্চার হতে দেখা যাচ্ছে বাম নেতৃত্বকে.