
শংকর সেনগুপ্ত, আলিপুরদুয়ার: শুক্রবার সকাল সকাল ভোট প্রচার সারলেন আলিপুরদুয়ার লোকসভা কেন্দ্রের বাম কংগ্রেস জোট প্রার্থী মিলি ওরাও। শুক্রবার তিনি নিজের লোকসভা কেন্দ্রের চিলাপাতায় নির্বাচনী প্রচার করেন। আলিপুরদুয়ার লোকসভা কেন্দ্রে থেকে বাম কংগ্রেস জোট প্রার্থী হিসাবে এবার নির্বাচিত হয়েছেন আর এস পি দলের সদস্য মিলি ওরাও। শুক্রবার তিনি আলিপুরদুয়ার জেলার চিলাপাতায় নির্বাচনী প্রচার সারলেন। সাধারণ মানুষকে ভোট দেবার আবেদন করেন তিনি। গ্রামের মানুষেরা সকাল সকাল কাজ করতে বেরিয়ে যান। আর তাই সাত সকালেই চিলাপাতায় গিয়ে প্রচার সারলেন আর এস পি প্রার্থী মিলি ওরাও। এদিন চিলাপাতা বাজার এলাকাতেও প্রচার করতে দেখা যায় তাকে।