
প্রদীপ মাহাতো, পুরুলিয়া: আদ্রায় তৃণমূল নেতা ধনঞ্জয়ের চৌবের প্রাণহানির ঘটনায় মূল অভিযুক্ত আগেই ধরা পড়েছিল পুলিশের হাতে। এবারে বিহারের গোপালগঞ্জ থেকে গ্রেফতার করা হলো আদ্রা খুনের ঘটনার শ্যুটার রত্নেশ পান্ডেকে।
প্রসঙ্গত গত ২২শে জুন বৃহস্পতিবার আদ্রায় দুষ্কৃতীদের গুলিতে প্রাণ হারান তৃণমূলের আদ্রা শহর সভাপতি ধনঞ্জয় চৌবে। ঘটনায় এফ আই আর-এ নাম থাকা দুই অভিযুক্তকে আগেই গ্রেফতার করে পুলিশ। গ্রেফতার হয় আর্জু মালিক নামে বিহারের জামুই জেলার আডসারের বাসিন্দা ।এবারে আদ্রা খুনের ঘটনায় শ্যুটার রত্নেশ পান্ডেকে গ্রেফতার করা হলো গোপালগঞ্জ থেকে। ধৃতকে ট্রানজিট রিমান্ডে আনা হয় পুরুলিয়ায়। এই নিয়ে আদ্রার তৃণমূল নেতা ধনঞ্জয় চৌবে খুনের ঘটনায় মোট চারজন গ্রেফতার হল।