
নিজস্ব সংবাদদাতা, ওঙ্কার বাংলা: গত বৃহস্পতিবার হত্যা করা হয় দমকল কর্মী স্নেহাশিস রায় কে।
এবারে এই হত্যাকান্ডে এল নয়া মোড়। এই ঘটনার সঙ্গে যুক্ত হয়েছে ব্যবসায়িক এবং নারীঘটিত সম্পর্কের বিষয়। জানা গিয়েছে মৃত দমকল কর্মী স্নেহাশিস রায়ের সঙ্গে দেখা গিয়েছিল ঘটনার মূল অভিযুক্ত সাগরের স্ত্রীকে। এছাড়া লটারির ব্যবসা বন্ধের জন্য দায়ী করা হয় স্নেহাশিস রায়কে।সূত্রের খবর,এরপর থেকেই স্নেহাশিসকে সম্পূর্ণভাবে সরিয়ে দেওয়ার পরিকল্পনা শুরু করে সাগর।আর এরপরেই মওকা বুঝে প্ল্যান সাকসেসফুল করে ফেলে সে। এই পুরো ঘটনার জন্য ৭০ হাজার টাকার বিনিময়ে এক সুপারি কিলার কে ভাড়া করেছিল হত্যাকাণ্ডের ‘মাস্টারমাইন্ড’ সাগর। সোমবার লেকটাউন থানায় বিধান নগর কমিশনারেটের পক্ষ থেকে এ বিষয়ে একটি সাংবাদিক বৈঠকের আয়োজন করা হয়। এই বৈঠকে জানানো হয় ইতিমধ্যেই ঘটনার সঙ্গে যুক্ত পাঁচ জনকে গ্রেফতার করা হয়েছে, এর সঙ্গে আরো কেউ যুক্ত রয়েছে কিনা সে বিষয়ে তদন্ত চলছে। ইতিমধ্যে একটি ওয়ান শাটার, একটি সেভেন এমএম পিস্তল, ৩ রাউন্ড গুলি উদ্ধার হয়েছে বলে জানা গিয়েছে।